• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ফারুকের ওপর হামলা, শহীদ মিনার থেকে নুরের ‘আলটিমেটাম’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৬:৩১ পিএম
ফারুকের ওপর হামলা, শহীদ মিনার থেকে নুরের ‘আলটিমেটাম’
সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছেন নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে ‘আলটিমেটাম’ দিয়েছেন দলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।

রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন। বিক্ষোভ শেষে তার নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে যায়।

সমাবেশে নুরুল হক নুর বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে।”

একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি তোলেন।

এসময় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান বলেন, “যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে জনতার হাতে তাদের বিচার হবে।”

এর আগে শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসানসহ কয়েকজন। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

Link copied!