• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

পরিবর্তিত বাংলাদেশকে সহায়তার আশ্বাস তুর্কের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০২:৫৯ পিএম
পরিবর্তিত বাংলাদেশকে সহায়তার আশ্বাস তুর্কের
তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে ভলকার তুর্ক। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভলকার টুর্ক বলেন, “আজকের বৈঠকে বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকারবিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে মানবাধিকারবিষয়ক হাইকমিশন।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পরস্পর সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তৌহিদ হোসেন ও ভলকার টুর্ক।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) ভলকার তুর্ক দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি আজ সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

Link copied!