• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন : সারজিস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৬:১৬ পিএম
আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন : সারজিস

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও আর্থিক সহযোগিতা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। প্রয়োজনে আহতদের দায়িত্ব নিতে আগ্রহের কথাও জানান তিনি।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন সারজিস।

এতে তিনি প্রশ্ন রাখেন, “যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রিতা কেন? আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন।“

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ৭৩৭ জন জীবন দিয়েছেন। আর এই ঘটনায় আহত হয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ৪০০ জন চোখ হারিয়েছেন। দুই চোখ হারিয়েছেন ২০০ জন। গত সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

তবে উপদেষ্টা বলেন, “আন্দোলনে ৭৩৭ জন নিহতের বিষয়টি ভেরিফায়েড নয়। ছাত্রদের একটা তালিকা আছে। সেখানে বলা হয়েছে, নিহত দেড় হাজারের বেশি। ছাত্ররা তাদের তালিকা আমাদের দিলে আমরা ক্রস চেক করে দেখবো।”

Link copied!