ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলার মানুষের স্বপ্ন-ভালোবাসা, আশা-ভরসা-নির্ভরতা, শেষ আশ্রয়, বাংলাদেশের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। যার ধারাবাহিকতায় কৃষি ও খাদ্য শস্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। কৃষির প্রতি কতটা আবেগ ও ভালোবাসা থাকলে প্রধানমন্ত্রীর বাসভবন কীভাবে আদর্শ ফসলি উঠোনে পরিণত হয়েছে আমরা তা দেখেছি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃষিবান্ধব আওয়ামী লীগ সরকারের কৃষি উন্নয়ন ও কৃষি অর্থনীতিতে যুগান্তকারী নানা উদ্যোগের কারণে প্রতি বছরের ন্যায় এবারও সকল প্রকার খাদ্য শস্যের মতো বোরো মৌসুমে ধানেরও বাম্পার ফলন হয়েছে। কিন্তু বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনসহ তীব্র গরম, অনাবৃষ্টি ও শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক ধান কাঁটতে বিপাকে পড়েছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে এবারও স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীকে কৃষকের ফসলি ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।