ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষকে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি ‘অনাকাঙ্ক্ষিত’।”
সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।”
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ ধৈর্যের সঙ্গেই মোকাবিলা করেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “ছোটখাটো বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে। পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। এটা দ্রুত সমাধান হয়ে যাবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “পুলিশ ধৈর্যের সঙ্গেই পরিস্থিতি মোকাবিলা করেছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি থাকতে পারে। সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।”