কোটা সংস্কার আন্দোলন ঘিরে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার করা মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। একই মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র আরিফ সোহেলকেও রিমান্ডে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে শনিবার (২৭ জুলাই) রাত ১টার দিকে রাজধানী উত্তরার ৯ নম্বর সেক্টরের ১০/এ সড়কের বাসা থেকে আসিফ মাহতাবকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তার বাবা শাহাবুর রহমান। পরে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, নিরাপত্তার স্বার্থে আসিফকে হেফাজতে আনা হয়েছে।
রোববার (২৮ জুলাই) সকালে ছেলের খোঁজে রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে ছুটে যান আসিফ মাহতাবের বাবা-মা। তার খোঁজ জানতে চাইলে ‘কেউ কথা বলছেন না’ বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন শাহাবুর রহমান।
শাহাবুর রহমান বলেন, “কী কারণে ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসা হলো, আমরা জানি না। আমরা ছেলের খোঁজ নিতে মিন্টো রোডে আসছি, কিন্তু এখানে কেউ কথা বলছে না। ভেতর থেকে জানানো হচ্ছে আমরা আনলে তো ফোন করে জানাতাম। এ অবস্থায় আমরা শঙ্কায় আছি। আমরা আসলে আসিফ মাহতাবের খোঁজ চাই। আসলে সে কি আছে? থাকলে কেমন আছে? জীবিত আছে কি না।”