• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত ফখরুল, বললেন এ সরকারের ‘ম্যান্ডেট’ নাই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৩:১৬ পিএম
প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত ফখরুল, বললেন এ সরকারের ‘ম্যান্ডেট’ নাই
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে আশাহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “প্রধান উপদেষ্টা ১০০ দিন উপলক্ষে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে অনেকেই আশান্বিত হয়েছেন। আমি একটু আশাহত হয়েছি। আমরা আশা করেছিলাম, প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে, সমস্যাগুলো চিহ্নিত করে নির্বাচনের একটি রূপরেখা দেবেন।”

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সুবিধা-অসুবিধা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “এই ধরনের সরকার যতদিন বেশি থাকে, ততই সমস্যা তৈরি হবে। এর কারণ হলো, এর তো ম্যান্ডেট নাই। এ তো নির্বাচিত সরকার নয়, এই সরকারের পেছনে শক্তিটা কোথায়?”

বিএনপি মহাসচিব বলেন, “ফখরুল, মঈনুদ্দিনের সরকার ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করার চেষ্টা করেছিল। ক্ষমতায় থেকে দল করবে, কিন্তু মানুষ এটি মেনে নেয়নি। তাই তাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।”

নির্বাচনের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি। এর কারণ নির্বাচন দিলে অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, সেটা বিষয় নয়।”

ছাত্রদের সঙ্গে কখনই দূরত্ব সৃষ্টি করা যাবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “ছাত্ররা অনেক কথা বলছে, এই কথা বলার অধিকার তাদের আছে। আমাদের বয়স হয়ে গেছে। আমরা হিসাবি। হিসাব করি কোন কাজটি করা যাবে, কোনটি করা যাবে না। কোনটা এখন করা ঠিক হবে, কোনটা করা ঠিক হবে না। সেই কারণে বলছি, দ্রুত নির্বাচন হওয়াটাই এ দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। এ কথা বলছি আমাদের অভিজ্ঞতা থেকে।”

Link copied!