মাদকবিরোধী অভিযান

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৪৯


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩, ০১:৫৫ পিএম
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৪৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে শুক্রবার (১৪ জুলাই) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৬ হাজার ৩৯৩ পিস ইয়াবা, ১৫৩ কেজি ২১৫ গ্রাম ৮৭ পুরিয়া গাঁজা, ২২৬ গ্রাম হেরোইন ও ৩ লিটার দেশি মদ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!