ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে দালাল সন্দেহে ৩৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এর নেতৃত্বে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক কর্নেল মো. রকিবুল ইসলাম।
রকিবুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে রোগীর স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে হাসপাতাল থেকে দালাল সন্দেহে ৩৫ জনকে আটক করা হয়েছে। হাসপাতালে দালালদের মাধ্যমে রোগী ও তার স্বজনরা বিভিন্ন ধরনের শিকার হচ্ছেন। এই অভিযোগের ভিত্তিতে হাসপাতাল পরিচালকের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করি। আটকদের যাচাই-বাছাই করে আইনের মাধ্যমে সাজা দেওয়া হবে।”