• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে যোগ দিল সেনাবাহিনী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ১২:১২ এএম
নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে যোগ দিল সেনাবাহিনী

রাজধানীর নবাবপুরের সুরিটোলায় একটি টিনশেড গোডাউনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ২২ মিনিটে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে ।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Link copied!