• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০৪:৩৯ পিএম
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির লোগো। ছবি : সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। ব্যাংকটির আগের পর্ষদ ভেঙে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২২ আগস্ট) পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বতন্ত্র পরিচালকরা হলেন, রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম।

এর আগে বুধবার (২১ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!