আরেক দফা কমলো সোনার দাম, সোমবার থেকে কার্যকর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৯:৫৪ পিএম
আরেক দফা কমলো সোনার দাম, সোমবার থেকে কার্যকর
জুয়েলারির দোকান। ছবি : সংগৃহীত

দেশের বাজারে আরেক দফা কমেছে সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা ক‌মানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার (২৯ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন দাম অনুযায়ী এখন থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৩২ হাজার টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৯২ হাজার ৮৬৯ টাকা।

এদিকে সোনার কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫৮৬ টাকা।

এর আগে গত ২৩ ডিসেম্বর সোনার ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!