• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘দানা’র রেশ না কাটতেই আরেকটি ঘূর্ণিঝড়ের আভাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৩:৩৭ পিএম
‘দানা’র রেশ না কাটতেই আরেকটি ঘূর্ণিঝড়ের আভাস
ঘূর্ণিঝড়। প্রতীকী ছবি

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ভারতের ওডিশা উপকূলে আছড়ে পড়া ‘দানা’ ছিল প্রবল ঘূর্ণিঝড়। কিন্তু তা নিয়ে ভারত ও বাংলাদেশে যে ভীতি তৈরি হয়েছিল, ততটা সংহারী হয়নি ঘূর্ণিঝড়টি। এবার সেই রেশ কাটতে না কাটতেই চলতি মাসে আরেকটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩ নভেম্বর) অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে।

পূর্বাভাসে বলা আরও বলা হয়, এ মাসে সারা দেশে ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

এর আগে গত মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ভারতের ওডিশা উপকূলে আছড়ে পড়া ‘দানা’ ছিল প্রবল ঘূর্ণিঝড়। এর প্রভাবে ওডিশা ও পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল। আর ঘূর্ণিঝড়ের ডান পাশে থাকার কারণে বাংলাদেশের উপকূলেও এর প্রভাব পড়ার আশঙ্কার কথা বলেছিলেন আবহাওয়াবিদরা। দানার প্রভাবে বাংলাদেশের উপকূলের অন্তত ১৪ জেলায় স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

Link copied!