• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রলীগ নেতা শামীম হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১১:০০ এএম
ছাত্রলীগ নেতা শামীম হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা। 

গ্রেপ্তার সাইফুল ইসলাম ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি মামলার চার নম্বর আসামি।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে ঢাকার দোহার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৮ সেপ্টেম্বর বিকেলে একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় তাকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত শামীম মোল্লাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা করা হয়। ওই মামলায় আসামি হিসেবে আট শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়। ইতিমধ্যে মামলার আরেক আসামি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম রায়হানকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

Link copied!