সংঘাত কবলিত সুদান থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার শেষ ধাপে ঢাকায় আনা হচ্ছে আরও ১৫৯ জনকে। তাদের প্রথম দলটি শুক্রবার (৩০ জুন) দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে। দ্বিতীয় দলটি শনিবার (১ জুলাই) দেশের উদ্দেশে রওনা হবে।
বৃহস্পতিবার (২৯ জুন) দেশটিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, সুদান থেকে ৮০ জন বাংলাদেশি শুক্রবার দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে। আর দ্বিতীয় ব্যাচে রয়েছেন ৭৯ বাংলাদেশি, যারা শনিবার ঢাকা আসবেন।
সুদানে যুদ্ধাবস্থার কারণে মে মাসে প্রায় ৮০০ বাংলাদেশিকে সেখান থেকে নিরাপদে সৌদি আরব হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।
ক্ষমতা দখলকে কেন্দ্র করে গত ১৫ এপ্রিল সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তার সাবেক উপপ্রধান মোহাম্মেদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক। গৃহহীন হয়েছে ১০ লাখের বেশি মানুষ।