• ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০, ২৩ শা'বান ১৪৪৬

সাবেক এমপিদের জন্য আনা ল্যান্ড ক্রুজার ফেরত যাচ্ছে জাপানে


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৯:৫৮ পিএম
সাবেক এমপিদের জন্য আনা ল্যান্ড ক্রুজার ফেরত যাচ্ছে জাপানে

বাগেরহাটের মোংলা বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় সাবেক এমপিদের জন্য আমদানি করা গাড়িগুলো অবশেষে ফেরত পাঠানো হচ্ছে সরবরাহ দেশ জাপানে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব গাড়ি ফেরত পাঠাচ্ছে।

এরই মধ্যে চলতি মাসের ১৮ তারিখ পানামা পতাকাবাহী লোটাস লিডার জাহাজে করে নীলফামারীর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুল আলমের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটি ফেরত পাঠানো হয়েছে। আরেক সাবেক এমপি কক্সবাজার-১ আসনের ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের কমিশনার সফিউজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

মোংলা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, গত বছরের ১৭ জুলাই জাপান থেকে শুল্কমুক্ত সুবিধায় মোট চারটি প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি আমদানি করা হয়। এরপর সেই গাড়িগুলো কেউ নিতে আসেননি। চলতি বছরের গত ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে শুল্কমুক্ত সুবিধায় এমপিদের আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয়।

যাদের জন্য গাড়িগুলো আনা হয়েছিল তারা হলেন- কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, নীলফামারী-৪ আসনের সিদ্দিকুল আলম, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের নাসিমা জামান ববি।

শেখ হাসিনার সরকার পতনের পর এসব এমপিরা আত্মগোপনে গেলে গাড়িগুলো সময়মতো ছাড় না করায় তা নিলামে তোলে মোংলা কাস্টমস কর্তৃপক্ষ। তবে তাতেও সমাধান না হওয়ায় বিলাসবহুল এসব গাড়ি সরবরাহকারী দেশ জাপানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে এনবিআর।

মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের কমিশনার সফিউজ্জামান বলেন, “শুল্কমুক্ত সুবিধায় আমদানি হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার ছাড়িয়ে নিতে দিতে হবে মোটা অঙ্কের শুল্ক। কারণ সংসদ ভেঙে দেওয়ার পর শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তিন থেকে চার গুণ শুল্ক দিয়ে এসব গাড়ি নিতে কেউ আগ্রহ দেখায়নি। তাই জাপানে ফেরত পাঠানো হচ্ছে এসব গাড়ি।”

উল্লেখ্য, সামরিক সরকার এইচ এম এরশাদ এমপিদের খুশি করতে ১৯৮৭ সালে প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার চালু করে। এতে গত ১৫ বছরে সরকার রাজস্ব হারায় কয়েক হাজার কোটি টাকা।

Link copied!