বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নেওয়ার সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন—বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সোমবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ শ্লোগানকে ধারণ করে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। রঙিন মুখোশ, বিশালাকৃতির কাঠামো, বাঘ-ঘোড়া-ইলিশের প্রতিকৃতি, আর লোকজ শিল্পে সাজানো মিছিলটি যেন ঢাকাকে রঙের বন্যায় ভাসিয়ে দিয়েছে।
শুভ নববর্ষকে ঘিরে চারুকলা প্রাঙ্গণে উৎসবের আমেজ ছিল সকাল থেকেই। ভোর থেকে শিল্পী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। বর্ণিল সাজে সেজেছে চারপাশ—প্রতিটি শিল্পকর্ম যেন বহন করছে বাঙালিয়ানা আর প্রতিবাদী চেতনার বার্তা।
শোভাযাত্রায় অংশ নিতে বিশ্ববিদ্যালয় চত্বরে ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধুবান্ধব নিয়ে। প্রিয়জনদের সঙ্গে ছবি তোলা, রঙিন পোশাকে রাস্তায় হাঁটা, আর বাচ্চাদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে আবার চারুকলা প্রাঙ্গণেই গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।