• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন আমীর খসরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ০২:৩৪ পিএম
১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন আমীর খসরু
আদালত প্রাঙ্গণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন থানার নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এ নিয়ে ১০ মামলার ৯টিতে জামিন পেলেন তিনি। এদিন রমনা থানার আরেক মামলায় জামিনের বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুলিশ সদস্য হত্যা মামলায় তাকে ২ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়।

আমীর খসরুর আইনজীবীরা জানিয়েছেন, আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!