• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বনানীতে অ্যাম্বুলেন্সে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০৯:৩৬ পিএম
বনানীতে অ্যাম্বুলেন্সে আগুন

রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ির প্রধান সড়কে একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, অ্যাম্বুলেন্সেটি নরসিংদীর সদর হাসপাতাল থেকে রোগী নিয়ে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে আসে। রোগীকে নামিয়ে দিয়ে নরসিংদী ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্সের চালক কাউছার জানান, ইঞ্জিনে হঠাৎ শব্দ হয়, তখন তিনি ইঞ্জিন বন্ধ করে গাড়ি থেকে নেমে দেখতে পান, ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।

এদিকে কর্তব্যরত এক পুলিশ সার্জেন্ট জানান, তিনি শব্দ শুনে গাড়িটির সামনে যেতে চেষ্টা করলে তখনই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে চালক ছাড়া গাড়িতে অন্য কেউ ছিল না, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা ইয়াসমিন বলেন, শনিবার সন্ধ্যার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় ৬টা ৩৪মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, ওই গাড়িটির ইঞ্জিন ওভার হিটের কারণে আগুনের ঘটনা ঘটে। তবে গাড়িতে কোন যাত্রী না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

Link copied!