• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সচিবালয়ে পদ বঞ্চিত হওয়ার অভিযোগে হট্টগোল-হাতাহাতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৮:৪০ পিএম
সচিবালয়ে পদ বঞ্চিত হওয়ার অভিযোগে হট্টগোল-হাতাহাতি
সচিবালয়ে হট্টগোল-হাতাহাতি। ছবি : ভিডিও থেকে নেওয়া

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে পদ-পদোন্নতি থেকে ‘বঞ্চিত’ একদল কর্মকর্তা-কর্মচারীর তৎপরতা দেখা গেছে। এ ছাড়া সচিবালয়ের বিভিন্ন জায়গায় তাদের নিজেদের মধ্যে আলোচনা করতেও দেখা গেছে। তাদের বক্তব্য হলো, তারা দীর্ঘদিন পদোন্নতি ও পদায়ন থেকে বঞ্চিত হয়েছেন। এখন তারা ন্যায্য অধিকার পেতে চান।

সোমবার (৯ সেপ্টেম্বর) এবং মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা।

মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কে, এম, আলী আযমের কক্ষে হট্টগোল করেন তারা।

জানা গেছে, বিগত আওয়ামী লীগে সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত ছিলেন এসব কর্মকর্তারা। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। ডিসি হওয়ার জন্য তাদের প্রত্যাশা ছিল।  

এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, “এ ধরনের কোনো খবর আমি জানি না।”

Link copied!