নিপাহ ভাইরাসে আক্রান্ত সবাই মারা গেছেন, খেজুরের রস পানে সতর্কতা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৩:২৮ পিএম
নিপাহ ভাইরাসে আক্রান্ত সবাই মারা গেছেন, খেজুরের রস পানে সতর্কতা

চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত ৫ জনের সবাই মারা গেছেন। অন্যদিকে গত বছর ১৩ জন আক্রান্ত হয়ে মারা যান ১০ জন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) আয়োজিত ‘নিপাহ ভাইরাসের বিস্তার এবং ঝুঁকি’ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, “এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্তদের পাঁচজনের মধ্যে চারজনই ছিলেন পুরুষ। একজন ছিলেন নারী। তাদের মধ্যে দুইজন শিশুও ছিল। মারা যাওয়াদের মধ্যে দুইজন মানিকগঞ্জের বাসিন্দা ও খুলনায় একজন, শরীয়তপুরে একজন ও নওগাঁয় একজন মারা গেছেন।

সভায় জানানো হয়, খেজুরের কাঁচা রস থেকে নিপাহ ভাইরাস মানুষে সংক্রমিত হয়। শীতকালে খেজুরের রস খাওয়ার সুযোগ থাকে। আর এ ভাইরাস এ কারণে এ সময়েই ছড়ানোর ঝুঁকি বেশি। এটি একটি মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস। নিপাহ ভাইরাসে আক্রান্ত প্রায় ৭১ শতাংশ রোগী মারা যায়। বাংলাদেশে শীতকালে কাঁচা খেজুরের রস পান করে সাধারণত মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়। তাই প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে মানুষকে সাবধান থাকতে হবে।  

নিপাহ ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি যারা হাসপাতালে চিকিৎসাসেবা দেন, ডাক্তার-নার্স তাদের মাস্ক ও গ্লাভস পরতে হবে বলেও জানানো হয়। 

Link copied!