• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘ঢাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২২, ২০২৩, ০৩:৩৩ পিএম
‘ঢাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে’

ঢাকা জেলার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। তিনি বলেছেন, “নদীর দুই পাশে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। প্রতিটি উচ্ছেদ করা হবে। যারা এগুলো করছেন, তারা ভুল করছেন।”

সোমবার (২২ মে) ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভূমি সেবা আরও কার্যকর করতে ভূমি সেবা সপ্তাহ শুরু করা হয়েছে জানিয়ে মমিনুর রহমান বলেন, “১৪ এপ্রিল থেকে অনলাইন ভূমি সেবার কার্যক্রম শুরু হয়েছে। এ ক্ষেত্রে আমরা নামজারিকে বেশি গুরুত্ব দিয়েছি। এখন থেকে নামজারির সব কাজ অনলাইনে হবে। ঢাকায় মাত্র ৯ দিনে নামজারি সম্পন্ন করে আমরা নজির স্থাপন করেছি।”

জেলা প্রশাসক বলেন, ই-নামজারি, ই-পর্চা, ই-নকশাসহ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে অনলাইন সেবা চালু করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে বেশির ভাগ মানুষের সম্পর্ক রয়েছে। তাই এ ক্ষেত্রে ভোগান্তির মাত্রাও বেশি। ভূমি সেবা নিয়ে মানুষের ভোগান্তি কমে যাচ্ছে।”

অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এ পর্যন্ত আমরা ৫৬ একর খাসজমি উদ্ধার করেছি। হাজারীবাগে ১০০ কোটি টাকা ও রমনায় ২০০ কোটি টাকা মূল্যমানের সম্পত্তি উদ্ধার করেছি। দখল করা সরকারি পরিত্যক্ত সম্পত্তি উদ্ধারে আমরা অভিযান চালাচ্ছি।”

সোমবার থেকে রোববার (২৮ মে) পর্যন্ত সপ্তাহব্যাপী এ কার্যক্রমে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন, আলোচনা সভা, সেমিনার ও র‌্যালি করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ নানাবিধ উদ্যোগের ব্যাপারে জনগণকে সচেতন করা হবে।

Link copied!