• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

অপপ্রচার মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান আ.লীগের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৭:০১ পিএম
অপপ্রচার মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান আ.লীগের
আওয়ামী লীগের লোগো। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ এনে তা মোকাবিলা করে গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ভারতের সঙ্গে হওয়া সমঝোতা নিয়ে নানা ধরনের অপপ্রচার চালিয়ে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করছে, এসব প্রতিকূলতা, ষড়যন্ত্র ও অপ্রপ্রচার এড়িয়ে গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী রাখতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।

শনিবার (২৯ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ। ৭৫ বছর এই প্রতিষ্ঠানের বয়স। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, ঝড়, অন্ধকার, স্বৈরশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ।”

কাদের বলেন, “আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই। আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই। আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। আমাদের জন্ম জনতার মাঝ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলকারী দল নই। জনগণের মাঝে জনগণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে।”

সাংবাদিকদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, “আমরা বলেছিলাম, বছরব্যাপী উদযাপন করব। সেখানে খবর হয়, আমরা নাকি পাল্টাপাল্টি করছি। শুক্রবার (২৮ জুন) আমরা সাইকেল র‌্যালি করেছি। বিএনপির কি কিছু ছিল? তাহলে কেন এই অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছেন? আমরা সারা বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব। আমাদের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। আগস্ট মাসের পর জেলা পর্যায়ে সমাবেশ হবে। সে সমাবেশে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বক্তব্য রাখবেন।”

বিএনপি নেতাদের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “বিএনপির নেতারা বড় বড় কথা বলে। তাদের আন্দোলন ভুয়া। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে। একজন গেল, আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তারেক রহমানের এ ফরমানে ফখরুল ইসলাম, গয়েশ্বর বাবু কোথায় যান? কেউ জানে না। লন্ডনের বসে কর্মসূচি দেয় মেইড ইন লন্ডন। নতুন নেতৃত্ব পাঠায় ফরমান আকারে। লন্ডনে বসে নেতা বানায়, কর্মসূচি দেয়। এই মেইড ইন লন্ডন কর্মসূচি মানে কী? খেলা কিন্তু হবে, ছেড়ে দেওয়া হবে না।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, “খালেদা জিয়াকে জেলে রেখে তারেক রহমানকে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বিএনপি নেতারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জেল খাটেন। তারা বার মাস আদালতে ধরনা দিয়ে জামিন নেন। কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে তারা একবার উচ্চ আদালতে গেলেও আদালতের দরজায় বার বার যান না।”

কামরুল ইসলাম বলেন, “খালেদা জিয়ার মুক্তি পেতে হলে আদালতের দরজায় যান, আন্দোলন করে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। আন্দোলনের মাধ্যমে বিভীষিকা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

কামরুল ইসলাম আরও বলেন, “বিএনপি বিষধর সাপ, এরা সন্ত্রাসী দল। জামায়াতকে সঙ্গে নিয়ে তারা ছোবল মারবে। বিএনপি নির্বাচনে আসে না, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচনে না এসে এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, “এ দেশের যা কিছু অর্জন, যা কিছু এই দেশ পেয়েছে সব আওয়ামী লীগের হাত ধরে। দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া রয়েছে।”

মাহবুবউল আলম হানিফ আরও বলেন, “বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে বাংলাদেশ রূপান্তরিত হবে। দেশে আবার সড়যন্ত্র চলছে। বিএনপি আজ কর্মসূচি দিয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে, মির্জা ফখরুলের এ মন্তব্য মিথ্যা সম্পূর্ণ মিথ্যা। কেননা, খালেদা জিয়ার মুক্তির পথ আইনিভাবেই খোলা রয়েছে। আইনি লড়াইয়ে না গিয়ে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায়। বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, তারা এই অসুস্থতাকে নিয়ে রাজনীতি করতে চায়। দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা বিএনপি।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “দলে কোনো আগাছা থাকলে তা উপড়ে ফেলা হবে। বারবার ব্যানার নামাতে বললেও অনেকেই ব্যানার নামাচ্ছে না। এই শৃঙ্খলা দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করতে পারবেন? আওয়ামী লীগ এই উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আওয়ামী লীগে যদি কোনো আবর্জনা-আগাছা হাজির হয়, তবে তা আমরা উপড়ে ফেলব। আগাছামুক্ত আওয়ামী লীগ গড়ব।”

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, “লন্ডনে বসে বিএনপির দুর্নীতিবাজ চেয়ারম্যান দেশে অরাজকতা করছে। দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে। দুর্নীতির বরপুত্ররা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। দুর্নীতিবাজদের আমরা কখনোই আশ্রয়-প্রশ্রয় দিইনি, কখনোই দেবো না। আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখি। আঘাত এলে আমরা পাল্টা আঘাত দিতে পারি। আমাদের ধ্বংস করা সহজ নয়। শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব।”

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও বক্তব্যে রাখেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী পান্না, সংসদ সদস্য সাঈদ খোকন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল প্রমুখ।

Link copied!