• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, পিটুনি দিয়ে ৩ জনকে পুলিশে দিল জনতা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৯:২৬ পিএম
ধানমন্ডিতে আ.লীগের মিছিল, পিটুনি দিয়ে ৩ জনকে পুলিশে দিল জনতা

রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে এই মিছিল বের করেন তারা।

এ সময় দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি কিছুদূর আগালে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন জনতা। পরে তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী (৩৫)। বাকি দুজন হলেন সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মিছিলটি ‘নাহিদ উজ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!