• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন আ.লীগের নেতাকর্মীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০১:৪৯ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন আ.লীগের নেতাকর্মীরা

দেশের প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে দলেট পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। দিনটি ঘিরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ।

টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা দলের আয়োজিত সভা সমাবেশ ঘিরে এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। বেলা বাড়তেই নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ঐতিহাসিক এই উদ্যান চত্বর।

রোববার (২৩ জুন) সকাল থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা আসতে শুরু করেন।

বেলা ১২টা পর্যন্ত নেতাকর্মীদের একাংশ উদ্যানে প্রবেশ করে। এরপর অনেক নেতাকর্মী এলেও উদ্যানে প্রবেশ করেননি। তারা সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় অবস্থান করছেন।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উদ্যানেও প্রবেশ করছেন। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে ব্যানার, ফেস্টুন নিয়ে এসেছেন নেতাকর্মীরা। আগত আওয়ামী লীগ কর্মীরা স্থানীয় নেতার প্রচারণাও চালাচ্ছেন। রঙিন টিশার্ট, ক্যাপে সজ্জিত হয়েও আসতে দেখা গেছে নেতাকর্মীদের।

Link copied!