• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

‘আ.লীগের নেতারা আঙুল ফুলে বটগাছ হয়ে গিয়েছিল’


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১১:৩২ পিএম
‘আ.লীগের নেতারা আঙুল ফুলে বটগাছ হয়ে গিয়েছিল’

সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন। তিনি বলেছেন, “আওয়ামী লীগের নেতারা আঙুল ফুলে কলাগাছ হয় নাই, তারা বট গাছ হয়ে গিয়েছিল। তারা পুকুর চুরি করে নাই, সাগর চুরি করেছে। দেশের সম্পদ লুট করে নিজেরা বিলাসবহুল জীবনযাপন করেছে।”

শনিবার(২৯ মার্চ) দুপুরে নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাজে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের আয়োজন করেন নরসিংদী জেলা ছাত্রদল।

খাইরুল কবির খোকন বলেন, “দীর্ঘ ১৬ বছর একটি মাফিয়া সরকার ক্ষমতায় ছিল। সে সময় মানুষের ভোটের অধিকার ছিল না। আইনের কোন শাসন ছিল না। বিচার বিভাগ ছিল পরাধীন। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, মিথ্যা মামলায় হয়রানিসহ নানাভাবে দেশে একটা অরাজকতার সৃষ্টি করে রেখেছিল বিগত জালিম সরকার। দেশের সম্পদ তারা বিদেশে পাচার করে দিয়েছে। যার কারণে ধনীরা আরও ধনী হয়েছে, গরিব হয়েছে আরও গরিব। ধনী-গরিবের বৈষম্য দিনদিন বেড়েই গিয়েছিল।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “হাসিনা বলেছিল, শেখের বেটি পালায় না! কিন্তু তিনি ঠিকই পালিয়ে গিয়েছে। তারা এখনো স্বপ্ন দেখছেন পুনরায় ক্ষমতায় আসার। তারা চায় দেশের মধ্যে একটি গোলমাল সৃষ্টিকে আগামী নির্বাচনকে পাণ্ডু করতে। তা আর হবে না।”

খাইরুল কবির খোকন আরও বলেন, “আগামী নির্বাচন হবে অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ। যেখানে ভোটার তার ভোট প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাবেন। তারেক রহমান বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় যায় তবে দেশে ধনী-গরিবের কোনো বৈষম্য থাকবে না।”

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে এসময় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন ।

Link copied!