রাজধানীতে ২০ শর্তে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। এই শর্ত মেনে শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ।
শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার এই তথ্য জানিয়েছেন।
বিপ্লব কুমার সরকার বলেন, “২০ শর্তে শনিবার নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ। তবে, জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।”
এর আগে সদরদপ্তরে নিজ কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন বলেছিলেন, “বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে, দুই ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।”