• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

বিমানের ফ্লাইটে বোমাতঙ্ক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ১০:৩৯ এএম
বিমানের ফ্লাইটে বোমাতঙ্ক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে, এমন আতঙ্কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বুধবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।

জানা গেছে, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

অবতরণের পর বিমনটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!