• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইএমএফের পরামর্শের সঙ্গে একমত: আবু আহমেদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩০, ২০২৪, ০৭:০৩ পিএম
আইএমএফের পরামর্শের সঙ্গে একমত: আবু আহমেদ
অধ্যাপক আবু আহমেদ। ছবি: সংবাদ প্রকাশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ছোট রাখতে। আইএমএফ-এর এই পরামর্শের সঙ্গে একমত পোষণ করেছেন পুঁজিবাজার বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। সম্প্রতি সংবাদ প্রকাশকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আবু আহমেদ বলেন, “আইএমএফ-এর অন্যসব সিদ্ধান্তের সঙ্গে আমার কোনো মিল নেই। তবে বাজেটের আকার নিয়ে তাদের সঙ্গে আমার মতের মিল আছে। বিশ্ব ব্যাংক বলছে, সাইজ অব দ্যা গভর্নমেন্ট ছোট থাকা ভালো। এখন সেই এজেন্ডা তাদের নেই। সেজন্য বাংলাদেশের মতো অন্য অনেক দেশ সরকারের আকারকে অনেক বড় করে ফেলছে। যতই বড় করছে ততই রেভিনিউ খাচ্ছে। অদক্ষ হচ্ছে, দুর্নীতি বেশি হচ্ছে।”

আবু আহমেদ আরও বলেন, “আগামী অর্থবছরের সরকারের চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। সরকার বাজেটের আকার বড় করছে, অর্থ জোগান কোথা থেকে দেবে। তবে মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা আছে বলে দেখছি না।”

বিদেশি অর্থের কথা উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, “বিদেশ থেকে চাইলে বাংলাদেশ আর অর্থ পাবে না। বৈদেশিক ঋণ বেড়েছে। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি যখন দুর্বল হতে থাকবে তখন বিদেশিরা আর ঋণ দিতে চাইবে না। এটাই সত্য।”

Link copied!