• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৮ শা'বান ১৪৪৬

সেনাবাহিনীর পর এবার পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় সিঁথি, ভিডিও ভাইরাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০২:৪৫ পিএম
সেনাবাহিনীর পর এবার পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় সিঁথি, ভিডিও ভাইরাল
কথা বলছেন ফারজানা সিঁথি। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকার পতনের পর সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ফারজানা সিঁথি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ফের আলোচনায় এলেন তিনি। এবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুলিশের মুখোমুখি হয়েছেন। সেখানেও তাকে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। এরকম একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’র ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিকেল ৩টা ৫ মিনিটে শিক্ষা ভবনের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে।

এ সময় ফারজানা সিঁথিকে সাংবাদিকরা প্রশ্ন করলে উল্টো তিনি সাংবাদিকদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। সিঁথি এক সাংবাদিকের ক্যামেরা টেনে নিয়ে নিজেই ভিডিও করেন এবং সাংবাদিকদের প্রশ্ন করেন।

এ সময় সিঁথি বলেন, “আপনারা সাংবাদিকরা প্রশ্ন করতে পারেন না, পুলিশ এখানে এতো হাইপার কেন?”

পুলিশকে উদ্দেশ্যে করে সিঁথি বলেন, “এত ফোর্স নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। রাত ৯টার পড়ে তো ট্রাফিকরা পর্যন্ত থাকে না। রাস্তায় আপনারা কই থাকেন, আমাকে বলেন না?”

ফারজানা সিঁথি আরও বলেন, “গত ৭ দিনে কয়টা ধর্ষণ হয়েছে আমাকে বলেন? ধর্ষণকে বানিয়ে দেন শ্লীলতাহানি। শিক্ষকরা আন্দোলন করে মারেন জলকামান। সাধারণ মানুষরা আন্দোলন করে আপনারা জলকামান মারেন। একটা ছিনতাইকারী আপনাদের ধরতে দেখতাম তাহলে এই আন্দোলন আজকে আমি সরিয়ে নিয়ে যেতাম।”

এর আগে কোটা সংস্কার আন্দোলনের ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান এই তরুণী। পরে ৫ আগস্টের পর সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেই সময় তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন ‘কুইন’, ‘বাঘিনী’, ‘আয়রন লেডি’ বিশেষণে।

Link copied!