• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে ‘কঠিন’ সিদ্ধান্তের কথা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০৩:০১ পিএম
যে ‘কঠিন’ সিদ্ধান্তের কথা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ
মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

প্রশাসনে অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “প্রয়োজনে সিস্টেম ভেঙে দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না।”

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “বাজারে দ্রব্যমূল্য বাড়ানোর সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোর উৎস চিহ্নিত করে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করতে হবে।”

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে শ্রম উপদেষ্টা বলেন, “আপনারা যদি ভালো একটা কাজ করতে গিয়ে কারও বাঁধার সম্মুখীন হন, তাহলে আমি নিশ্চিত জনগণ গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবে। তারপরও আপনারা কেন কাজ করছেন না, কেন সদিচ্ছাটা নেই আমি ঠিক বুঝতে পারছি না। কেউ যদি কাজ না করে, জবাবদিহিতা দিতে ব্যর্থ হয়, তাকে আমাদের প্রয়োজন নেই।”

সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরসহ কয়েকটি দপ্তরের প্রতিনিধি উপস্থিতি না থাকায় ক্ষোভ জানান আসিফ মাহমুদ ও শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

এর আগে সকাল ৯টার দিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। এসময় মাঠ ও স্টেডিয়ামের বেহাল অবস্থা দেখে হতাশা প্রকাশ করে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ক্রীড়া উপদেষ্টা।

Link copied!