• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ০২:৫৭ পিএম
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন
পুলিশ মোতায়েন। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে সহিংসতার পর আবারও কর্মসূচি নিয়ে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কোনো ধরনের সহিংসতা এড়াতে মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়। দুপুর ১২টার দিকে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এ ছাড়াও রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ কারণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রগতি সরণিতে বিভিন্ন পয়েন্টে পুলিশের সরব উপস্থিতি দেখা গেছে। এরমধ্যে রামপুরা ব্রিজ, মধ্যবাড্ডা ইউলুপের সামনে, সুবাস্তু, শাহজাদপুর এবং নতুনবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম গণমাধ্যমকে বলেন, “পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশঙ্কার কোনো কারণ নেই। সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। গুলশান, নতুনবাজার, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”

Link copied!