বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অন্যদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্প্রতি এডিবির প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে (এডিও) এই সংশোধনের তথ্য দেওয়া হয়।
এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই ২০২৪-এ বলা হয়, শিল্প খাতের ধীর প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশ থেকে কমে সাড়ে ছয় শতাংশ হতে পারে।
এ আগে গত এপ্রিলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশের পূর্বাভাস দিয়েছিল এডিবি।
ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটির এই পূর্বাভাস সরকারের ছয় দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার তুলনায় কম।
সংস্থাটি আরও জানায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশে মাসিক মূল্যস্ফীতির হার দুই অঙ্কের কাছাকাছি ছিল। দেশে খাদ্যপণ্যের বেশি দামের কারণে তা অব্যাহত থাকতে পারে।