• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৫:৩১ পিএম
কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু
বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। ছবি : সংগৃহীত

কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান। তিনি বলেছেন, “ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এখনো যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।”

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। জেনেভা ক্যাম্পে অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেপ্তার হয়েছে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাইনুল হাসান বলেন, “ঢাকার সব থানার কার্যক্রম চলছে, ৩-৪টি থানার মেরামত কাজ চলমান। যেগুলো আগামী ৪-৫ অক্টোবরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।”

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ সময় ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান, সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আবু সালেহ আকন, সাবেক সেক্রেটারি মাহবুব আলম লাভলুসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!