ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে মহিদুল হাসান (২২) নামের এক সাদপন্থী যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই কর্মীর স্বজনদের দাবি, মাওলানা জুবায়েরপন্থী কর্মীরা তাকে তুলে নিয়ে গেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জুবায়েরপন্থীরা তাকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহিদুল হাসানের মা মোর্শেদা বানু এবং ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
মোর্শেদা বানু বলেন, “আমাদের একটা ছেলেকে ছুরিকাঘাতে আহত হয়েছে। তার জরুরি বিভাগে চিকিৎসা চলছে। সেখান থেকে সবার সামনে দিয়ে আমার আরেক ছেলেকে ধরে নিয়ে গেল।”
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতাল থেকে সবাই সামনে দিয়ে মহিদুল হাসান নামে এক যুবককে তুলে নিয়ে গেছে জুবায়েরপন্থীরা।