অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপসহকারী পরিচালক আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, “আমাদের টিম সকাল থেকে বাংলা একাডেমিতে জনবল নিয়োগ এবং অন্যান্য দুর্নীতির বিষয় নথিপত্র দেখছে। এখনো অভিযান চলমান আছে। শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”