• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাবেক ৪১ মন্ত্রী-এমপির দুর্নীতির অনুসন্ধানে দুদক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৬:৪৯ পিএম
সাবেক ৪১ মন্ত্রী-এমপির দুর্নীতির অনুসন্ধানে দুদক
দুদকের প্রধান কার্যালয়। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপিসহ ৪১ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ আগস্ট) কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের দেওয়া তথ্যানুসারে, সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন, টিপু মুনশি, নসরুল হামিদ বিপু, সাধন চন্দ্র মজুমদার, আনিসুল হক, ডা. দীপু মনি, ডা. এনামুর রহমান, জাহিদ মালেক, তাজুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুল হক, গোলাম দস্তগীর গাজী, ইমরান আহমদ, জাকির হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শাহজাহান খান, হাছান মাহমুদ, কামরুল ইসলাম, হাসানুল হক ইনু ও মহিবুর রহমান।

এছাড়া সাবেক এমপিদের মধ্যে আছেন, বেনজীর আহমেদ (ঢাকা-২০), সরওয়ার জাহান (কুষ্টিয়া-১), শরিফুল ইসলাম জিন্না (বগুড়া-২), শহিদুল ইসলাম বকুল (নাটোর-১), শেখ আফিল উদ্দিন (যশোর-১), ছলিম উদ্দীন তরফদার (নওগাঁ-৩), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), এনামুল হক (রাজশাহী-৪), মামুনুর রশিদ কিরন (নোয়াখালী ৩), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), নাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-১১), স্বপন ভট্টাচার্য (যশোর-৫), আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), নূরে আলম চৌধুরী (মাদারীপুর-১), আবু সাইদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১) ও জিয়াউল রহমান (চাঁপাইনবাবগঞ্জ-২)।

এর আগে রোববার (১৮ আগস্ট) দুদক চেয়ারম্যানের কাছে তাদের তালিকা ও সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

পরিসংখ্যানে বলা হয়, গত ১৫ বছরে মন্ত্রী-এমপিদের মধ্যে কারও বেড়েছে আয়, কারও স্থাবর ও অস্থাবর সম্পদ। এ ক্ষেত্রে  সম্পদ সর্বনিম্ন ১০০ গুণ থেকে বেড়েছে কয়েক হাজার গুণ।

Link copied!