• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আব্দুল আউয়াল মিন্টুর প্রশ্ন, সরকার কেন বেক্সিমকোর কোম্পানি বিক্রি করছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৬:৩৬ এএম
আব্দুল আউয়াল মিন্টুর প্রশ্ন, সরকার কেন বেক্সিমকোর কোম্পানি বিক্রি করছে

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, “বেক্সিমকো গ্রুপের মালিক কোনো অন্যায় করে থাকলে দেশের আইন ও প্রক্রিয়া মেনে তার শাস্তি হতে পারে, কিন্তু বেক্সিমকো গ্রুপের কোম্পানি সরকার বিক্রি করবে বলে সংবাদপত্র পড়ে জেনেছি। তারা কেন বিক্রি করবে?”

সোমবার (৯ ডিসেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘কনভারসেশন উইথ ইআরএফ মেম্বারস’অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, “বেক্সিমকো গ্রুপের শিল্প প্রতিষ্ঠানগুলোতে ৮২ হাজার লোক কাজ করেন। কোনো উৎপাদনশীল খাতে সরকারের এমন পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে উৎপাদন ও কর্মসংস্থান ব্যাহত হয়।”

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে প্রভাবশালী এ ব্যবসায়ী বলেন, “আমি কখনো দরবেশ হব না। আমার এক সময় বেক্সিমকো গ্রুপের স্বত্বাধিকারী সালমান এফ রহমানের চেয়ে অনেক বেশি পাওয়ার ছিল; কিন্তু আমি এর অপব্যবহার করিনি। আমি কখনো সরকারের সঙ্গে কোনো ব্যবসা করিনি। টুকটাক যেটুকু ব্যবসা করেছি, নিজে নিজেই করেছি।”

পুঁজিবাজারে নতুন কোনো দরবেশের আবির্ভাব হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, “আমি কখনো পুঁজিবাজারে বিনিয়োগ করিনি এবং পুঁজিবাজার থেকে কোনো মুনাফাও করিনি।”

বিএনপি নেতা আরও বলেন, “কিছু কিছু লোক পুঁজিবাজারকে লটারিতে পরিণত করেছে। তারা পুঁজিবাজারে বিনিয়োগ না করে শেয়ার কেনা-বেচা করছে। তারা মনে করে আজ যে শেয়ার কিনব, কয়েক দিন পরেই তার দাম বাড়বে। তখন বিক্রি করে মুনাফা করব।”

Link copied!