আ.লীগের সংসদীয় দলের সভার তারিখ ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৬:৪৪ পিএম
আ.লীগের সংসদীয় দলের সভার তারিখ ঘোষণা

একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।  

সোমবার (৩১ অক্টোবর) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন।

দলীয় এমপিদের সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

Link copied!