• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

আ.লীগ নিষিদ্ধের রিটের শুনানি বৃহস্পতিবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ১২:২৯ পিএম
আ.লীগ নিষিদ্ধের রিটের শুনানি বৃহস্পতিবার

কোটা সংস্কার আন্দোলনে নির্বিচার হত্যাকাণ্ডের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং এর নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি বৃহস্পতিবার হবে। মঙ্গলবার (২০ আগস্ট) এই তথ্য জানানো হয়।

এর আগে সোমবার দুপুরে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে রিটটি দায়ের করা হয়।

রিটে শেখ হাসিনার নামে থাকা সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন এবং আওয়ামী লীগ সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব কর্মকর্তাকে বদলির আদেশ চাওয়া হয়েছে। একইসাথে দেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর করার দাবি জানিয়েছেন রিটকারী।

পাশাপাশি বিদেশে পাচার করা টাকা ফেরত আনার উদ্যোগও চাওয়া হয়েছে রিট আবেদনে।

ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে শেষ হয় তাঁর সাড়ে ১৫ বছরের শাসন।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। শেখ হাসিনার নামেও একাধিক হত্যা মামলা হয়েছে। পাশাপাশি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করা হয়েছে। 

Link copied!