রাজধানীর উত্তরায় অচেতন অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, তার শরীরে বাহ্যিক কোনো আঘাত নেই। তবে মস্তিষ্কে রক্ত জমাট রয়েছে।
বৃহস্পতিবার ভোরে তরুণীকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তরুণীর বয়স ২৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অচেতন থাকায় তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, ‘তরুণীর স্বজনদের থানা বা হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
তরুণীকে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এক পথচারী। পথচারী তার নাম বলেন শাহীন আলম ওরফে বাবু।
শাহীন আলম বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে উত্তরা জসিমউদ্দীন রোড-সংলগ্ন এলাকায় অচেতন অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখেন তিনি। পুলিশের সহযোগিতায় তিনিসহ অন্য পথচারীরা প্রথমে তাকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য আজ সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাহীন আলম জানান, তরুণীর হাতে ও গলায় গয়না (আংটি ও চেইন) ছিল। তাঁর সঙ্গে ছিল ১৮ হাজার টাকা। তবে তার কাছে কোনো মুঠোফোন পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজাউর রশিদ বলেন, তরুণীর শরীরে বাহ্যিক কোনো আঘাত নেই। তবে সিটি স্ক্যান প্রতিবেদনে দেখা গেছে, তার মস্তিষ্কে রক্ত জমাট রয়েছে। তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা লাগতে পারে।