• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফেরানোসহ একগুচ্ছ সুপারিশ সাংবাদিকদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৩:৪৫ পিএম
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফেরানোসহ একগুচ্ছ সুপারিশ সাংবাদিকদের
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বদিউল আলম মজুমদার। ছবি : সংগৃহীত

দ্বিতীয় ধাপে দেশের ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠকে সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা এবং অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ করেছেন সাংবাদিকরা।

শনিবার (২৩ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

বদিউল আলম মজুমদার বলেন, “সাংবাদিকরা প্রযুক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে বলেছেন।”

এ সময় বিগত ৩টি সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে মতামত দেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা।

Link copied!