• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ : কৃষিমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০৭:১৯ পিএম
হাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ : কৃষিমন্ত্রী

দেশের ৬৬ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, “হাওর অঞ্চলের ৯০ শতাংশ এবং সমতলের ৩৩ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, “এবারের বোরো মৌসুমে ভালোভাবে হাওর অঞ্চলের ধান ঘরে উঠেছে। আশা করছি, খাদ্য নিয়ে কোনো সমস্যা হবে না।”

তিনি বলেন, “এ বছর ৪৯ লাখ ৭৬ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রকৃত আবাদ হয়েছে ৫০ লাখ হেক্টর জমিতে।”

তিনি আরও বলেন, “বিআর ২৮ আগাম জাতের ধান কৃষক আগ্রহ করে আবাদ করতেন। কিন্তু ব্লাস্ট রোগের কারণে এ বছর এখানে ফলন কম হয়েছে। খুব দ্রুত এই জাতের ধান বাজার থেকে তুলে নেওয়া হবে। সেখানে নতুন জাতের ধান সরবরাহ করা হবে।”

Link copied!