• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চায় দেশের ৮৯ ভাগ মানুষ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০২:৩৩ পিএম
রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চায় দেশের ৮৯ ভাগ মানুষ
ছবি: সংগৃহীত

পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চেয়ে মত প্রকাশ করেছেন দেশের ৮৯ দশমিক ৫ শতাংশ মানুষ। দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ পুলিশের পক্ষে মতামত ছাড়াও ৯৫ ভাগ মানুষ ভুয়া ও গায়েবি মামলা বন্ধ করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। জরিপে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশের পক্ষে মতামত প্রথম অবস্থানে। দ্বিতীয় অবস্থানে নিরপেক্ষ পুলিশের দাবি আর তৃতীয় অবস্থানে দুর্নীতিমুক্ত পুলিশ চাওয়ার মতামত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে পুলিশের রাজনৈতিক ভূমিকা নিয়ে ৩১ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে ‘কেমন পুলিশ চাই’ জরিপ পরিচালিত হয়। জরিপে মোট ২৪ হাজার ৪৪২ জনের মতামত পাওয়া যায়। যাদের মধ্যে প্রায় ৯৫ শতাংশ উত্তরদাতা ছিলেন পুরুষ। এর মধ্যে ১৮ থেকে ৪৪ বছরের ব্যক্তিদের অংশগ্রহণের হার ছিল ৮৬ দশমিক ৬ শতাংশ।

জরিপে দেখা যায়, ৭৭.৯ শতাংশ উত্তরদাতা পুলিশের ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অবসান চেয়ে মতামত দিয়েছেন। এছাড়া ৭৪.৯ শতাংশ উত্তরদাতা গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন, যা মানবাধিকার লঙ্ঘনের আওতায় আসে। ৯৫ শতাংশ উত্তরদাতা ভুয়া ও গায়েবি মামলার অবসান চান।

এছাড়া পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য ৬০ শতাংশ উত্তরদাতা একটি স্বাধীন সংগঠনের মাধ্যমে তদন্তের পক্ষে মতামত দিয়েছে। বর্তমানে পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তদন্তে স্বাধীন কোনো সংগঠন নেই।

পুলিশকে জবাবদিহি ও বিভিন্ন প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে নিয়ন্ত্রণকারী সংস্থা বা কমিশনের পক্ষে ৫৮ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা জরিপে মতামত দিয়েছেন। অন্যদিকে সাংবিধানিক কাঠামোর আওতায় পুলিশের জন্য স্বাধীন ন্যায়পাল প্রতিষ্ঠার পক্ষে মতামত দিয়েছেন ৪১ দশমিক ১ শতাংশ উত্তরদাতা।

Link copied!