• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৭:৫৬ পিএম
সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮ মামলা হয়েছে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, এসব মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শফিকুল আলম বলেন, “আপনাদের আজ মাইনোরিটি রিলেটেড আপডেট দেব। সংখ্যালঘুদের ওপর সহিংসতায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৮৮ মামলা হয়েছে। যারা এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।”

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

প্রেস সচিব বলেন, “সংখ্যালঘুদের ওপর সহিংসতায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় আমরা সময়মতো আপডেট দেব।”

সংখ্যালঘুর ওপর হামলা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হচ্ছেন। তবে যে কারণেই হোক না কেন, ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি।”
 

Link copied!