ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বিদ্যুৎ বিতরণ লাইনে ব্যাঘাত ঘটায় ৮০ লাখ গ্রাহক বর্তমানে বিদ্যুৎ-সেবার বাইরে রয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
নসরুল হামিদ বলেন, “আজ বিকেলের মধ্যে ৭০ শতাংশের বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হবে এবং আগামীকাল (বুধবার) দুপুরের মধ্যে সম্পূর্ণ বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হবে।”
এদিকে শেষ পর্যন্ত পাওয়া খবরে সিত্রাংয়ে ৬ জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর অন্তত দুই শতাধিক স্থানে গাছ ভেঙে সড়কে পড়েছে। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
এর আগে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা নাগাদ সিত্রাংয়ের অগ্রবর্তী অংশ বাংলাদেশের উপকূলে আঘাত হানে। রাত ১০টা নাগাদ ঝড়টির কেন্দ্র উপকূল পেরিয়ে ঢাকায় প্রবেশ করে। পরে সিলেট ও কুমিল্লা হয়ে ত্রিপুরায় প্রবেশ করে।