• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৯:২৯ পিএম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৩৯ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটির ২৬২ জন, ঢাকা দক্ষিণ সিটির ১৩০ জন, ঢাকা বিভাগে ২১১, চট্টগ্রামে ১৪৯, খুলনায় ১০১, ময়মনসিংহে ৩১, বরিশালে ৭৭, রংপুরে ২৪, রাজশাহীতে ৫১ ও সিলেটে ৩।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫৮ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ২৫৭ জন।

এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।

Link copied!