• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

জানুয়ারিতে ৬৫৯টি সড়ক দুর্ঘটনা, ৬৭৭ জনের প্রাণহানি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৬:০৯ পিএম
জানুয়ারিতে ৬৫৯টি সড়ক দুর্ঘটনা, ৬৭৭ জনের প্রাণহানি
সড়ক দুর্ঘটনা। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

চলতি বছরের জানুয়ারিতে রাজধানীসহ সারা দেশে ৬৫৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬৭৭ নিহত ও এক হাজার ২৭১ জন আহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রেস বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, জানুয়ারিতে ২৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০১ জন নিহত ও ২৩৯ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৪৩ দশমিক ৮৫ শতাংশ, নিহতের ৪৪ দশমিক ৪৬ শতাংশ ও আহতের ১৮ দশমিক ৮০ শতাংশ। এ ছাড়া ১৫৬ বাস দুর্ঘটনায় ১৫৯ ও আহত ৪৫২ আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ২৩ দশমিক ৬৭ শতাংশ, নিহতের ২৩ দশমিক ৪৯ শতাংশ ও আহতের ৩৫ দশমিক ৫৬ শতাংশ। এবং ১৬৩ ব্যাটারিচালিত-ইজিবাইক-নসিমন-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জন নিহত ও ৩৩৬ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ২৪ দশমিক ৭৩ শতাংশ, নিহতের ২০ দশমিক ৫৩ শতাংশ ও আহতের ২৬ দশমিক ৪৩ শতাংশ।

যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য ৯৬টি জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও ইলেক্ট্রনিক সংবাদ প্রকাশিত সংবাদ মনিটরিং করে ধারাবাহিকভাবে এই প্রতিবেদন তৈরি করা হয়। বিদায়ী জানুয়ারি মাসে সর্বমোট সড়ক, রেল ও নৌপথে ৭৩২টি দুর্ঘটনায় ৭৫৪ জন নিহত এবং ১ হাজার ৩০৩ জন আহত হয়েছেন। চলতি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে, সবচেয়ে কম দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আরও জানান, এ মাসে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৩৮২ জন চালক, ২৩৮ জন পথচারী, ১৮৮ জন শ্রমিক, ১৫১ জন শিক্ষার্থী, ১৭ জন শিক্ষক, ১৭১ জন নারী, ২১ জন শিশু, ৮ জন সাংবাদিক, ৩ জন চিকিৎসক, ১২ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ৪১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এর মধ্যে সড়কে ৪ জন পুলিশ সদস্য, ১ জন আনসার সদস্য, ২ জন বিজিবি সদস্য, ১২ জন বীর মুক্তিযোদ্ধা, ২ জন সাংবাদিক, ১১৯ জন নারী, ১২ জন শিশু, ৮৬ জন শিক্ষার্থী, ১৩ জন শিক্ষক, ৩১১ জন চালক, ৪৭ জন পরিবহন শ্রমিক, ২৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ৩ জন চিকিৎসক, ২১৯ জন পথচারী ও ১২ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত হয়েছে।

এ সময়ে সংগঠিত দুর্ঘটনায় সর্বমোট ১ হাজার ৩২টি যানবাহনের পরিচয় মিলেছে, যার ১৬ দশমিক ৫৭ শতাংশ বাস, ২৩ দশমিক ৮৩ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ৫ দশমিক ৪২ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস, ৪ দশমিক ৯৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৩১ দশমিক ২৯ শতাংশ মোটরসাইকেল, ১৭ দশমিক ৯২ শতাংশ ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক-নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

Link copied!