• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নভেম্বরে দুর্ঘটনায় নিহত ৭০৯


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৭:২৬ পিএম
নভেম্বরে দুর্ঘটনায় নিহত ৭০৯

চলতি বছরের নভেম্বর মাসে সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে ৬৬৮টি দুর্ঘটনায় ৭০৯ জন নিহত ও ৮৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, মোট দুর্ঘটনার ৬০ দশমিক ৫৮ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৭ দশমিক ৪৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ৪ দশমিক ৯৫ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়। এ ছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫ দশমিক ৬৩ শতাংশ ঢাকা মহানগরীতে, শূন্য দশমিক ১৭ শতাংশ চট্টগ্রাম মহানগরে এবং ১ দশমিক ১৯ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।

নভেম্বরে দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে ২৮৪ চালক, ৮৭ পথচারী, ৮৫ নারী, ৮৯ শিশু, ৫০ পরিবহন শ্রমিক, ৭৪ শিক্ষার্থী, ২৩ জন রাজনৈতিক দলের নেতাকর্মী, ১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে দুজন এনএসআই সদস্য, ১২ জন পুলিশ সদস্য, একজন সেনাসদস্য, ৯ জন শিক্ষক, একজন আইনজীবী, দুজন প্রকৌশলী, একজন মুক্তিযোদ্ধা, দুইজন চিকিৎসক এবং সাতজন সাংবাদিকের পরিচয় মিলেছে।

নিহতদের মধ্যে ২২৫ চালক, ৮৪ জন পথচারী, ৫৯ নারী, ৫৭ শিশু, ২৩ পরিবহন শ্রমিক, ৪৯ শিক্ষার্থী, ১৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ৯ শিক্ষক-শিক্ষিকা, পাঁচ সাংবাদিক, দুই চিকিৎসক ও একজন এনএসআই সদস্যের পরিচয় মিলেছে।

সড়কে সংগঠিত দুর্ঘটনার কবলে পড়েছে ৩০ দশমিক ৪৭ শতাংশ, মোটরসাইকেল ২৫ দশমিক ৩৭ শতাংশ; ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরি ১১ দশমিক ৮১ শতাংশ, বাস ১৩ দশমিক ৮৮ শতাংশ, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ৯ দশমিক ৫০ শতাংশ, নছিমন-করিমন ৬ দশমিক ৭২ শতাংশ; কার, জিপ, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা ২ দশমিক ৬৬ শতাংশ।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৫৯ দশমিক ৮৯ শতাংশ গাড়িচাপায়, ১৭ দশমিক ৫৭ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১১ দশমিক ২৬ শতাংশ খাদে পড়ে, ৯ দশমিক ৮৯ শতাংশ বিবিধ কারণে, ১ দশমিক ১৯ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষ এবং শূন্য দশমিক ১৭ শতাংশ চাকায় ওড়না পেঁচিয়ে সংঘটিত হয়েছে।

পর্যবেক্ষণের ভিত্তিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, বিপজ্জনক অভারটেকিং, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন, ফুটপাত বেদখলে থাকা, রেলক্রসিং ও মহাসড়কে হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, ছোট যানবাহন ক্রমশ বৃদ্ধি, বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সার্ভিস লেন না থাকা, রিকশা, গুরুত্বপূর্ণ জংশন, রাস্তার মোড় ও বাস স্টপেজগুলোতে যানজট তৈরি করায় দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশ বাড়িয়ে দিচ্ছে।

Link copied!