রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯৭ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন।
সোমবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৬৪ জন, দক্ষিণ সিটিতে ১৪৩, ঢাকা বিভাগে ৩৩৮, বরিশালে ৮৯, চট্টগ্রামে ১৮৫, খুলনায় ১৭১, রাজশাহীতে ৩৪, ময়মনসিংহে ৩৩, রংপুরে ৩৬ ও সিলেটে ৪।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৮ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৩২০ জন।
এর আগে গত বছর দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।